মেক্সিকোর সোনোরা রাজ্যে একটি জেনারেল স্টোরে ভয়াবহ আগুনে নারী ও শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। স্থানীয় সময় শনিবার দুপুরে সেনোরার রাজধানী হারমোসিলো শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানায়, ‘ডে অব দ্য ডেড’ (মৃতদের স্মরণ করার দিন) উৎসবের উপলক্ষে ওয়ালডোস নামের ওই দোকানটি মূল্যছাড় ঘোষণা করে। ছুটির দিন থাকায় দোকানে বেশ ভিড় ছিল। সোনোরা পাবলিক সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে, কোনো নাশকতা বা ইচ্ছাকৃত সহিংসতার কারণে এই আগুন লাগেনি।
তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকেই এ আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হারমোসিলোর ফায়ার সার্ভিস প্রধান। রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘এ পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।’ দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মেক্সিকান রেড ক্রসের প্রেসিডেন্ট কার্লোস ফ্রিনারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরেডিও সোনোরা জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ, ৪ জন ছেলেশিশু এবং ২ জন মেয়েশিশু। উদ্ধারকাজে রাজ্য রেড ক্রসের ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে জানিয়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস বলেন, ‘ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন