পারমাণবিক স্থাপনাগুলো নতুন করে আরও শক্তিশালীভাবে নির্মাণ করবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে রোববার এ কথা বলেছেন। একই সঙ্গে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলেও জানিয়েছেন তিনি। ইরানের আণবিক শক্তি সংস্থা পরিদর্শন করার সময় পেজেশকিয়ান এসব কথা বলেন। পরিদর্শনকালে ইরানের পারমাণবিক শিল্পের ঊর্ধ্বতন ব্যবস্থাপকের সঙ্গে পেজেশকিয়ান সাক্ষাৎ করেন। ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান গত জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তিনি সেসব স্থাপনায় নতুন করে হামলার নির্দেশ দেবেন। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, ‘ভবন কিংবা কারখানা ধ্বংস করাটা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করবে না। আমরা সেগুলো আবার আরও শক্তিশালীভাবে গড়ে তুলব।’ গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির অংশ ছিল বলে অভিযোগ করে ওয়াশিংটন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছা কিংবা পরিকল্পনা তেহরানের নেই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন