হংকং সিক্সেসে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। তাদের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারাল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। গতকাল হংকংয়ে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। জিসান ব্যর্থ হলেও ঝড় তোলেন সোহান। প্রথম ওভারেই ২০ রান তোলে বাংলাদেশ। মাত্র ৭ বলে ২১ রান করে রানআউট হন সোহান। দ্বিতীয় ওভারে বাংলাদেশ তোলে ২৪ রান। আউট হওয়ার আগে অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ৯ বলে ৪টি ছয় ও ২ চারে ৩২ রান। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। বল হাতে প্রতিপক্ষকে আটকে রাখেন আবু হায়দার রনি ও মোসাদ্দেকরা। প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন রনি। পরের ওভারে উইকেটের দেখা পান মোসাদ্দেক। উইকেটের দেখা পেয়েছেন তোফায়েলও। লঙ্কানদের হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। দুই ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন