বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:২৬ এএম

বিশ্বকাপের প্রস্তুতি

সুইজারল্যান্ডকে হারাল হকি দল

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:২৬ এএম

সুইজারল্যান্ডকে হারাল হকি দল

বিশ্বকাপ সামনে রেখে ভারতে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। চেন্নাইয়ে গত ২৮ নভেম্বর থেকে নিজেদের প্রস্তুত করছে তারা। গতকাল বিকেলে প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হয়েছেন। তিনি ভারত থেকে জানান, ‘চিলিকে হারানোর পর বাংলাদেশ সুইজারল্যান্ডকে হারিয়েছে। পূর্ণ চার কোয়ার্টারই খেলা হয়েছে। আমাদের খেলোয়াড়েরা সুস্থ ও ফিট রয়েছে।’ চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে যুব বিশ্বকাপ হকির শেষ অনুশীলন ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আমিরুল জোড়া গোল এবং হুজিফা, রকি ও জয় যথাক্রমে একটি করে গোল করেছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলকে সুইজারল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। ভিসা জটিলতায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত ইউরোপ সফরে যেতে পারেনি। তখনই সুইজারল্যান্ডের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এর আগে বিশ^কাপের প্রস্তুতির অংশ হিসেবে চেন্নাইয়ের মাঠে চিলির বিপক্ষে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। বাংলাদেশের হয়ে ৩টি গোল করেন আমিরুল, রাকিবুল ও জয়।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকি। এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। বিশ^কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল পড়েছে ‘এফ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। এবারই প্রথম হকিতে ২৪টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!