পশ্চিম আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। নিহতদের অধিকাংশই ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি পশতু জানিয়েছে, মঙ্গলবার রাতে হেরাত প্রদেশে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। বাসে থাকা সবাই নিহত হন। দুর্ঘটনায় অন্য দুটি গাড়ির চালক ও যাত্রীও প্রাণ হারান। প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তা আহমদুল্লাহ মুততাকি জানান, বাসটি ইরান সীমান্তবর্তী ইসলাম কালা শহর থেকে রাজধানী কাবুলের উদ্দেশে ছেড়ে এসেছিল।
হেরাত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেন, বাসের সব যাত্রীই ইরান থেকে ফেরত আসা অভিবাসী ছিলেন। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলছে, মঙ্গলবার কাবুলে যাওয়ার পথে আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটিতে একপর্যায়ে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে হেরাত পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে।
গত ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হন। নিরাপত্তার অজুহাতে প্রায় প্রতিদিনই অসংখ্য আফগানিকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ইরান। এ বাস দুর্ঘটনার এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও আট লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। চলতি বছরের শুরুর দিকে ইরানের সরকার এসব শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ফিরে এসেছেন ১০ লাখ ৬০ হাজারের বেশি আফগান।