ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানকে অতিথি করে এএএবি আয়োজন করল নেটওয়ার্কিং হাব

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৮:৪৪ এএম

বাংলাদেশ অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন (অঅঅই) গত সোমবার বনানী ক্লাব ব্যাংকোয়েট হলে আয়োজন করে নেটওয়ার্কিং হাব। অনুষ্ঠানের অতিথি ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। এতে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা ও ব্র্যান্ডের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। তারা বাজারের পরিবর্তন, সৃজনশীলতার প্রভাব এবং সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। ৩৫টি বিজ্ঞাপন সংস্থা থেকে ৬৫ জন প্রতিনিধি এতে যোগ দেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিএমও ফারহা নাজ ও অন্যান্য মূল মার্কেটিং বিভাগের প্রতিনিধিরা। এএএবির নির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সানাউল আরেফিন, সহসভাপতি নাজিম ফারহান চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন, যুগ্ম সম্পাদক এম এ মারুফ, সদস্য ড. মোহাম্মদ রিসালাত সিদ্দিকী এবং সদস্য মেহেরুন ইসলাম কনকা।