মিয়ানমারে আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া সাধারণ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ভারত। দেশটির সরকারি গণমাধ্যমের বাড়তে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই সমালোচকরা একে ‘প্রহসনমূলক ভোট’ হিসেবে অভিহিত করেছেন। নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা বার্তা দিচ্ছে, নয়াদিল্লি মিয়ানমারের নির্বাচনে সমর্থন জানাচ্ছে।
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং গত রোববার চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। তার জন্য এ সাক্ষাৎ ছিল এক বিরল কূটনৈতিক সম্পৃক্ততা। কারণ ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিন আন্তর্জাতিক পরিসরে কার্যত একঘরে হয়ে আছেন। মিয়ানমারের রাষ্ট্রমালিকানাধীন গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, বৈঠকে উভয় নেতা সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, বাণিজ্য সম্প্রসারণ, বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
চার বছর আগে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ভোট জালিয়াতির অজুহাতে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত, যা এখনো চলমান।মিয়ানমার আগামী ২৮ ডিসেম্বর থেকে প্রথম দফার জাতীয় ভোট আয়োজনের পরিকল্পনা করেছে। অন্তর্বর্তী সেনাসমর্থিত প্রশাসন জানায়, তারা দেশজুড়ে ৩০০টিরও বেশি আসনে ভোট নেবে, যার মধ্যে এমন এলাকাও রয়েছে যেগুলো বর্তমানে সশস্ত্রবিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে।