মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০০ এএম

‘ডাঙ্কি রুট’ দিয়ে অবৈধ প্রবেশ, ৫৪ ভারতীয় যুবককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০০ এএম

‘ডাঙ্কি রুট’ দিয়ে অবৈধ প্রবেশ, ৫৪ ভারতীয় যুবককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অবৈধ পথে বা ‘ডাঙ্কি রুটে’ প্রবেশের অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ৫৪ জন যুবককে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার পুলিশ জানিয়েছে, তারা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ফলে নির্বাসন বেড়েছে। ‘ডাঙ্কি’ শব্দটি পঞ্জাবি বাগধারা থেকে উদ্ভূত। এটি একটি অবৈধ অভিবাসন কৌশলকে বোঝায়, যা ‘ডাঙ্কি ফ্লাইট’ নামে পরিচিত। এই পদ্ধতিতে একাধিক দেশে গোপনে অবস্থান করে সীমান্ত অতিক্রম করা হয়। এর জন্য এজেন্ট থাকে। তারা অনেক টাকা নেয়। এই এজেন্টরা জাহাজের কনটেইনার বা গাড়িতে গোপন বগির মাধ্যমে পাচার করা থেকে শুরু করে জাল নথি সরবরাহ, সব কিছুই করে দেয় টাকার বিনিময়ে। 

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, এই যুবকদের মধ্যে ১৬ জন কর্ণালের, ১৫ জন কৈথলের, ৫ জন আম্বালার, ৪ জন যমুনানগরের, ৪ জন কুরুক্ষেত্রের, ৩ জন জিন্দের, ২ জন সোনিপতের এবং ১ জন করে পঞ্চকুলা, পানিপত, রোহতক এবং ফতেহাবাদের বাসিন্দা। বহিষ্কৃত বেশির ভাগ যুবকের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। কর্ণাল পুলিশ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে কোনো এজেন্টের অভিযোগ পাওয়া যায়নি। কর্ণালের ডিএসপি সন্দীপ কুমার বলেন, এই নির্বাসিত ব্যক্তিরা অবৈধ ‘ডাঙ্কি রুটে’ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ডিএসপি আরো জানান, ‘আরো ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।

যার মধ্যে হরিয়ানা রাজ্য থেকে ৫০ জন, এর মধ্যে প্রায় ১৬ জন কর্ণাল জেলা থেকে। বিভিন্ন গ্রাম ও শহরের এই ব্যক্তিরা ‘ডাঙ্কি রুটে’ অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, কিন্তু আজ তাদের বের করে দেওয়া হয়েছে। কর্ণাল পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ডাঙ্কি পথে যুক্তরাষ্ট্রে যাওয়া একটি ভুল পদ্ধতি। এতে নানা সমস্যায় পড়তে হয়। পুলিশ আরো জানিয়েছে, তদন্ত চলছে এবং যদি কারো অপরাধমূলক রেকর্ড থাকে, তবে তদন্তের সময় তা প্রকাশ পাবে। এই বছরের শুরুতে, মার্কিন কর্তৃপক্ষ শত শত ভারতীয় অভিবাসীকে নিজে দেশে পাঠায়।

মার্কিন সরকার এমন ব্যক্তিদের বহিষ্কার করেছে, যারা অভিবাসন আইন লঙ্ঘন করেছে বা দেশটিতে থাকার কোনো বৈধতা নেই। চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৬৩ জন ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘২০ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৫৬৩ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।’

রূপালী বাংলাদেশ

Link copied!