জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। যেটিকে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতির এক বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বৈঠক শেষে জোটে যোগ দেওয়ার কথা জানানো হয়। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ছিলেন শারা।
সোমবার তিনি প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফর করলেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আল-শারা বলেন, এই সফর নতুন যুগের সূচনা। যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে তাঁর দেশ। ডোনাল্ড ট্রাম্পও শারার প্রতি সমর্থন জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী বৈশ্বিক জোটের ৯০তম সদস্য হতে যাচ্ছে সিরিয়া। এই জোটের লক্ষ্য মধ্যপ্রাচ্যে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্ট অংশ ধ্বংস করা। দুই নেতার বৈঠকের পর ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানান, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ, পররাষ্ট্র দপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয় দ্রুতই সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেবে। পাশাপাশি, দেশটিতে বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি দিকনির্দেশনা তৈরি করা হবে।

