অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় যুবদল নেতা মো. জাহাঙ্গীর হোসেন, সুমন পাইক, আবুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, শেখ জিয়াউর রহমান, শেখ দেলোয়ার হোসেনসহ জেলা যুবদলের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় সুজন মোল্লা বলেন, দেশের মানুষের জানমাল নিরাপদ নয়। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে।