জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালী জেলায় মার্কেন্টাইল ব্যাংকের ‘আলীপুর উপশাখা’ গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাটির উদ্বোধন করেন।
এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল।