সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। ২০২৬ সাল থেকে নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোর জন্য সম্পত্তি কেনার সুযোগ উন্মুক্ত হচ্ছে।
সম্প্রতি দেশটির মন্ত্রিসভা এ-সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে, যা সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ।
প্রথম ধাপে বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে রিয়াদ, জেদ্দা এবং আরও কয়েকটি নির্ধারিত এলাকায়, যার তালিকা পরে প্রকাশ করা হবে।
তবে মক্কা ও মদিনার মতো পবিত্র নগরীতে সম্পত্তি কিনতে হলে প্রয়োজন হবে বিশেষ সরকারি অনুমোদন, কারণ এসব শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে।
নতুন আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে ‘ইস্তিতা’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পত্তি সংক্রান্ত নিয়মনীতি, অনুমোদিত এলাকার তালিকা ও জনমত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে, যা চলবে ১৮০ দিন।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বিদেশি বিনিয়োগ বাড়াবে এবং সৌদির আবাসন ও বাণিজ্যিক খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। ইতোমধ্যেই দুবাই, দোহা ও আবু ধাবির মতো শহরে বিদেশিদের সম্পত্তি বিনিয়োগ সফলতা পেয়েছে। সৌদি আরবও সেই পথে হাঁটছে।
প্রবাসীদের এখন থেকেই ‘ইস্তিতা’ প্ল্যাটফর্মে নিয়মিত নজর রাখা এবং আসন্ন নীতিমালার সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। ২০২৫ সালের শেষ নাগাদ সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে।