ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশ কমার্স ব্যাংক ও বিকাশের চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০১:০৭ এএম

বিদেশ থেকে প্রবাসীর পাঠানো রেমিট্যান্স সরাসরি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সেবা চালু করতে চুক্তি করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

গতকাল বৃহস্পতিবার বিকাশের কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. আতাউর রহমান। অন্যান্য পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম।