এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (এবিএফ) অ্যাওয়ার্ডস ২০২৫-এ চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় টেকসই অবকাঠামো অর্থায়ন, সবুজ জ্বালানিশক্তিতে বিনিয়োগ এবং উদ্ভাবনী প্রকল্প অর্থায়নে নিজেদের অগ্রণী অবস্থান আরও সুদৃঢ় করেছে। সম্প্রতি অনুষ্ঠিত করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ডস এশিয়ার প্রজেক্ট ফাইন্যান্স ও ফান্ড ম্যানেজমেন্ট খাতে অসাধারণ কর্মদক্ষতা, উদ্ভাবন এবং প্রভাবশীল কার্যক্রমের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে। এবারের পুরস্কারগুলো ইডকলের ক্লাইমেট-স্মার্ট, সামাজিক অন্তর্ভুক্তিমূলক এবং বাণিজ্যিকভাবে টেকসই অবকাঠামো ও জ্বালানি সমাধান তৈরিতে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে। ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর মোরসেদ বলেন, এসব সম্মাননা ইডকলের ক্লাইমেট-স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও বাণিজ্যিকভাবে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ গঠনে অগ্রণী ভূমিকা তুলে ধরেছে। মালাওয়ির গ্রামীণ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশের টেকসই অবকাঠামো ও নবায়নযোগ্য শক্তির বিস্তারে ইডকল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের অংশীদার ও স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞ, যাঁদের নিরবচ্ছিন্ন আস্থা ও সহায়তা আমাদের পথ চলাকে শক্তিশালী করেছে।