মানবকল্যাণে আলোক হেলথকেয়ার আরও এক ধাপ এগিয়ে। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে গত মঙ্গলবার ইপিলিয়ন গ্রুপ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটি উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপ ও আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উক্ত ক্যাম্প পরিচালনা করেনÑ ডা. সানজিদা শারমিন অনু, প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ এবং ডা. অনিক সরকার পলাশ, অর্থোপেডিক বিশেষজ্ঞ। ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় এবং সর্বমোট ৪৮ জন রোগীকে সেবা প্রদান করা হয়।