ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

জনতা ব্যাংকে রিস্ক বেইজড সুপারভিশন-বিষয়ক সভা

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০২:৩৫ এএম

গতকাল বুধবার রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতি, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে একটি সভা জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম এবং মো. আশরাফুল আলম। এ ছাড়া সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও অন্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।