ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ব্যাংক’ পুরস্কার পেল প্রাইম ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:০৩ এএম

বাংলাদেশের ব্যাংকিং সেবা খাতে প্রথমবারের মতো সাইন ল্যাংগুয়েজ কল সেবা চালু করার স্বীকৃতিস্বরূপ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ব্যাংক’ পুরস্কার অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ ফিনটেক সামিট-এর সমাপনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ; প্রাইম ব্যাংক ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুর রহমান এবং হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন-এর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।