ইতিহাদে গত রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার ১০০০তম ম্যাচ ছিল। তার এই মাইলফলকের ম্যাচটি জয়ে রাঙিয়ে দিয়ে স্মরণীয় করে রাখল ম্যানসিটি। তারা ৩-০ গোলে হারায় লিভারপুলকে। এই ম্যাচে আর্লিং হলান্ড, নিকো গঞ্জালেস ও জেরেমি ডোকু গোল করেছেন। প্রথমার্ধে হলান্ড পেনাল্টি মিস না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত ম্যানসিটি। অবশ্য লিভারপুলেরও একটি গোল বাতিল না হলে ম্যাচের গতি-প্রকৃতিও বদলে যেতে পারত। ৩৮ মিনিটে দারুণ এক হেডে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন ভার্জিন ফন ডাইক। সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সামনে থাকা লিভারপুল খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অফসাইড পজিশনে থাকায় বাতিল করা হয় সেই গোল। রবার্টসন দোন্নারুম্মার পথ আটকে রেখেছিলেন কি না তা নিয়ে অবশ্য বিতর্ক আছে। তবে ওই গোল বাতিলের আগে-পরে সিটির প্রাধান্যই ছিল ম্যাচে। শুরু থেকেই আক্রমণের পর আক্রমণে লিভারপুলের রক্ষণভাগকে ব্যস্ত করে রাখা সিটি এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো সুযোগটি পায় ১২ মিনিটে। লিভারপুল রক্ষণের ভুলে পেনাল্টি বক্সে বল পেয়ে গিয়েছিলেন জেরেমি ডকু। লিভারপুল গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলির পায়ের স্পর্শে পড়ে যান সিটি সিটি উইঙ্গার। ভিএআর পেনাল্টির সিদ্ধান্ত দেয়। তবে হলান্ডের শট বাঁ পাশে ঝাপিয়ে রুখে দেন মামারদাশভিলি। ১৪ মিনিট পর আরেকবার লিভারপুলের ত্রাতা হয়েছিলেন মামারদাশভিলি, এবার ডকুর শট ফরিয়ে। তবে বেশিক্ষণ গোল অক্ষত রাখতে পারেননি এই জর্জিয়ান। ২৯ মিনিটে মাতেউস নুনেসের ক্রসে মাথা ছুঁয়ে সিটিকে এগিয়ে দেন হলান্ড। মৌসুমে এটি তার ১৪তম গোল। লিভারপুলের গোল বাতিলের পর প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি পেয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার কর্নার থেকে পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান নিকো গঞ্জালেজ।
তার শট ফন ডাইকের শরীরে লেগে সামান্য দিক বদলে ঢুকে যায় জালে। ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধেও চাপ কমায়নি সিটি। যার ফল ৬৩ মিনিটে তৃতীয় গোল। দারুণ একটি গোলই পেয়েছেন ডকু। পেনাল্টি বক্সের সীমানা বরাবর দৌড়ে ডান পায়ের শটে গোল দলকে তৃতীয় গোল এনে দেন ডকু। তিন গোল খাওয়ার পর একটু তেড়েফুঁড়ে খেলতে শুরু করে লিভারপুল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ও সিটি গোলরক্ষক দোন্নারুম্মার বীরত্বে বিফল হয় সব চেষ্টা। ১১ ম্যাচের পাঁচটিতে হেরে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা নেমে গেছে পয়েন্ট তালিকার আটে। আর সমান ম্যাচে সপ্তম জয় পেয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। শীর্ষ দল আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দলটি। আন্তর্জাতিক বিরতি শেষে ২২ নভেম্বর লিগে নিউক্যাসলের বিপক্ষে খেলবে সিটি। একই দিনে লিভারপুল খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে।

