ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ফ্লাইট জটিলতার পর ঢাকায় হামজা চৌধুরী

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:২২ এএম

ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। তবে জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে আগেই। সোমবার ‎দুপুর ১২টায় ঢাকায় এসে জামাল ভূঁইয়াদের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল হামজার। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় বিকেলে এসে পৌঁছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। বাফুফে সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরে ঢাকায় আসেন। আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই  ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে। সেখানে খেলবেন হামজা। গত ২৫ মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে। বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন, আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।

‎‎গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে হেরেছে হাভিয়ের কাবরেরার দলের। চলতি মাসে ভারতের বিপক্ষে হোম ম্যাচটি বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ। এরপর মার্চে সিঙ্গাপুরের মাঠে গিয়ে খেলতে হবে।