দেশের সব ক্যাডেট কলেজে ভর্তি আবেদন ফি সহজেই প্রদান করা যাচ্ছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে। বরাবরের মতোই এবারও এক্ষেত্রে কোনো বাড়তি খরচ প্রয়োজন হবে না। বর্তমানে বাংলাদেশে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছেÑ যার মধ্যে ৯টি ছেলেদের এবং ৩টি মেয়েদের জন্য। ইতিমধ্যে এসব ক্যাডেট কলেজের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। সব ক্যাডেট কলেজগুলোতে যেকোনো আবেদনকারী ‘নগদ’-এর মাধ্যমে ভর্তি আবেদন ফি প্রদান করতে পারছেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তা ছাড়া নগদের এই ভির্তি ফি’র চার্জবিহীন পেমেন্ট সুবিধার ফলে, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য, ভর্তি প্রক্রিয়া এখন আরও সহজ ও সাশ্রয়ী হয়েছে। আবেদনকারী বা অভিভাবকরা ক্যাডেট কলেজের অফিশিয়াল ওয়েবসাইট যঃঃঢ়ং://পধফবঃপড়ষষবমব.ধৎসু.সরষ.নফ/ অথবা যঃঃঢ়ং://পধফবঃপড়ষষবমবধফসরংংরড়হ.ধৎসু.সরষ.নফ/ এ গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে পারবেন। বিজ্ঞপ্তি।

