রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সাইফুল ইসলাম

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০২:০৩ এএম

ফেসবুক আয়ের আদ্যোপান্ত

সাইফুল ইসলাম

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০২:০৩ এএম

ফেসবুক আয়ের আদ্যোপান্ত

শুরুতে শুভ সংবাদ দিয়ে শুরু করি সম্ভাব্য আগস্টের মধ্যে সবাইকে (৮০-৯০ শতাংশকেই, আইডিতে গুরুতর কোনো সমস্যা না থাকলে) কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে।

২০১৭-১৮-১৯ সালে তখন ইউটিউবে আয় হয়। ইউটিউবিং জনপ্রিয় হলেও ফেসবুক ভিডিও প্লাটফর্ম হিসেবে তখনো তেমন জনপ্রিয় না। আমরা ভিডিও বানাতাম ফেসবুক এবং ইউটিউবে দিতাম তখন মানুষ আমাদের পাগল বলত। ২০২২-২৩ এই মাঝামাঝি সময়ে মানুষ কন্টেন্ট ক্রিয়েটরদের পাগল না বললেও, এখন গালি দেয় (কখনোই সবাইকে না)। আমি এতটুকু নিশ্চিত ২০২৫-এ এসে এমন কাউকে পাওয়া যাবে না, যার একটি পেজ নেই। আপনার পেজ আছে তো?

আগস্টে সবাইকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে:

সমস্যা কী? কেন দেবে, ফেসবুকের লাভ কী? আপনার ক্ষতি কী?

সমস্যা: আগস্টের পর মূল সমস্যা দেখা দেবে। এখন সবাই ভিডিও-ছবি স্টোরি রিলস দিলেও তখন আরও বেশি দিতে শুরু করবে, কারণ তখন তারা দেখবে আপলোড করলেই ডলার বাড়ছে। টাইমলাইনে ফেক অযাচিত অশোভন কুরুচিপূর্ণ সব কন্টেন্ট মোটামুটি ভরপুর থাকবে।

কেন দেবে, ফেসবুকের লাভ কী: ফেসবুক চাইবে আপনাকে যত বেশি ফেসবুকে রাখা যায়, ততই তার ব্যবসা বাড়বে। ফেসবুকের পণ্য আপনি। আপনাকে আমাকে সবাইকে মনিটাইজেশন দিয়েছে, আপনি আমি আমরা সারাদিন পোস্ট করছি, ফেসবুকে সময় কাটাচ্ছি, ফেসবুক কোটি কোটি ডলার কামিয়ে নেবে।

আপনার ক্ষতি: এই মনিটাইজেশনে বেশ কিছু মানুষ লাভবান হবেন, তবে বড় অংশই পরিশ্রম দিয়েও যথাযথ সেই লাভটা তুলতে পারবেন না।

‘ফলো দিলে, ফলো ব্যাক’ ‘শুভ সকাল’ ‘শুভ বিকেল’ এসব মানুষ তখন হুট করে বেশি দেখা যাবে কিন্তু এরা অধিকাংশই পরবর্তী সময়ে হারিয়ে যাবে কারণ এভাবে বেশি দিন টিকে থাকা যায় না।

সবচেয়ে বড় সমস্যা: যাদের বড় ভাইদের ইমেইল ফেসবুকসহ যেকোনো সমস্যা আমরা সমাধান করেছি, এখনো করি তারাও ফেসবুকের গাইডলাইন আপডেট নীতিমালা নিয়ম শেখায়। কখনো কখনো আমাদেরই জ্ঞান দেয়। এটাও সমস্যা না, সমস্যা হলো সঠিক তথ্য না ছড়িয়ে ভুল তথ্য ছড়ানো। কোথাও একটি ভিডিও দেখে এসে তারপর সেটাই হুবুহু নিজে সেই তথ্য দিয়ে ভিডিও করে আপলোড করে। ফলে ফেসবুকের পেআউট, মনিটাইজেশন বা গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল তথ্য তারা বেশি ছড়িয়ে দেয় (অধিকাংশ সময়েই)। এবং নানা রাজনৈতিক সামাজিক ইস্যুতে ভাইরাল ভুয়া ভিডিও সামান্য ভিউয়ের জন্য ফ্যাক্ট চেক বা কোনো ধরনের যাচাই-বাছাই না করেই হুবহু ডাউনলোড করে নিজের আইডি পেজে আপলোড করে ছড়িয়ে দেয়। এভাবেই গুজব ছড়িয়ে পড়ে স্বল্প সময়ে পুরো সামাজিক যোগাযোগমাধ্যমে।

করণীয়: আমি কন্টেন্ট ক্রিয়েটরদের সাদর আমন্ত্রণ জানাই তারা ডিজিটাল মাধ্যমে আয় করলে দেশের লাভ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো যেটাই করা হোক সেটাতে দক্ষ হতে হবে। কন্টেন্ট বানাতে হলে তথ্য বহুল কন্টেন্ট বানান। লেখাপড়া ছাড়া ‘শুভ সকাল’ ‘ফলো দিলে, ফলো পাবেন’ ‘শুভ বিকেল’ ‘স্টার সেন্ডার রাকিব ভাই’ এসব করলে হারিয়ে যাবেন আর তখন সময় থাকবে না।

উদাহরণ: আপনি একজন প্রযুক্তির ছাত্র সে বিষয়ে লিখুন ভিডিও বানান। যেমন গ্রামে থাকেন- কোন মৌসুমে, কোন ফল পাকে? স্বাদ কেমন? আপনার ওই ফলের স্থানীয় নাম কী? তার ইতিহাস; একটু লেখাপড়া করে তারপর কন্টেন্ট ক্রিয়েটর হতে দোষ নেই।

সবসময় একাডেমিক লেখাপড়া করতে হয় না। যে বিষয়ে আগ্রহ আছে, আপনি মজা পান সে বিষয়ে পড়ুন, সে বিষয়ে ক্যারিয়ার গড়েন। কবি আপনি? তাহলে কবিতা গল্প উপন্যাস লিখুন ফেসবুকে তাতে তো সমস্যা নেই। সঠিক জ্ঞান, পড়াশোনা ছাড়া একদম ‘শুভ সকাল’-এর আয়ে কোটিপতি হওয়ার চিন্তা বাদ দেন। দিন শেষে মনে রাখবেন ঊীপবঢ়ঃরড়হধষ কখনোই ঊীধসঢ়ষব হতে পারে না।

রূপালী বাংলাদেশ

Link copied!