ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

পড়ার বিষয় চলচ্চিত্র

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:১৩ এএম

আপনে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু ছবি দেখার প্রতি আপনার প্রবল আকর্ষণ কাজ করে, ভিন্ন ভিন্ন ভাষা, বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখার প্রতি আপনার একটা আলাদা কৌতূহল কাজ করে, সেই সব চলচ্চিত্রের মাঝে আপনে ভিন্ন ভিন্ন দেশের অবস্থা সংস্কৃতি দেখতে পান। আপনারো আগ্রহ জমে যে আপনেও আপনার আশপাশে অবস্থা তুলে ধরবেন। কিন্তু কিভাবে? কোন নিয়মে? কোন মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন স্টামফোর্ড বিশ^বিদ্যালয়ের বিভাগীয় প্রধান দেশবরেণ্য চলচ্চিত্রকার মতিন রহমান

কাজের সুযোগ

চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ে পড়ার সময় থেকেই খ-কালীন চাকরির সুযোগ পেয়ে থাকেন। স্নাতক পড়া শেষে দেশের বিভিন্ন ইলেক্ট্রনিক গণমাধ্যম, বিভিন্ন বিজ্ঞাপনি সংস্থা এবং আন্তর্জাতিক এনজিওগুলোয় বেশ কাজের ভিজিয়িাল মিডিয়ার কারে চাহিদা অনেক। এ ছাড়া ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাণের মাধ্যমেও এই বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে পারেন। নিজের সৃজনশীলতা উপর ভিত্তিকরে দেশে-বিদেশে সিনেমার দুনিয়ায় কাজের সুযোগ আছে শিক্ষার্থীদের। প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার ছাড়াও সৃজনশীল সব ফ্রিল্যান্স কাজের বিশাল সুযোগ মেলে চলচ্চিত্র অধ্যয়নে পড়ার মাধ্যমে।’

পড়াশোনা

দেশের পাবলিক বিশ^বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ে চলচ্চিত্র অধ্যয়ন নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ আছে। এখানে চার বছর মেয়াদি স্নাতক, দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনার সঙ্গে এমফিল, পিএইচডি ও বিভিন্ন সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে। স্নাতক কোর্সে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে খ-ইউনিটে ও ঘ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। মানবিক বিভাগের শিক্ষার্থীদের খ-ইউনিটে পরীক্ষার পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭ থাকতে হয়। স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। ভর্তি পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকেন। ঢাকা বিশ^বিদ্যালয় ছাড়াও স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে চলচ্চিত্র অধ্যয়ন নিয়ে পড়ার সুযোগ আছে।

এই সব কিছু জানার জন্য আপনাকে জানতে হবে চলচ্চিত্র নির্মাণ। চলচ্চিত্র সময়কে আটকে রাখে ভিজুয়্যাল দৃশ্যে। চলচ্চিত্র শুধু নির্মাণ বা শিল্পকলাকেন্দ্রিক কাজ নয়, চলচ্চিত্র নিয়ে উচ্চশিক্ষার পড়াশোনা আর গবেষণার সুযোগ আছে। সিনেমা নিয়ে বিশ^বিদ্যালয়ে পড়ার বিষয় চলচ্চিত্র অধ্যয়ন বা ফিল্ম স্টাডিজ। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়গুলোয় এখন চলচ্চিত্র নিয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন।