ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কবিরপুর থেকে দক্ষিণ বনগাঁও পর্যন্ত ১ হাজার ১০০ মিটার কাঁচা সড়ক পাকা করার দাবিতে মানববন্ধনের পর কাঠের গুঁড়ি ফেলে আঠারবাড়ী-নান্দাইল আঞ্চলিক সড়ক ২ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
গতকাল শনিবার আঠারবাড়ী ইউনিয়নের কবিরপুর এলাকায় আঠারবাড়ী-নান্দাইল আঞ্চলিক সড়কে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে বাস, ট্রাক, সিএনজি ও ইজিবাইকসহ শত শত যানবাহন এবং পথচারী অবরোধে আটকে ভোগান্তিতে পড়ে। পরে ইউএনওর আশ্বাসে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, কবিরপুর থেকে দক্ষিণ বনগাঁও পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে কবিরপুর, বনগাঁও, নিজ-বানাইল, বাইর-বানাইল, দক্ষিণ বনগাঁও, চড়পাড়া, উত্তর বানাইল, সহলাটিসহ আশপাশের ১১ গ্রামের ২৫ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করে। এ ছাড়া আঠারবাড়ি এম সি উচ্চ বিদ্যালয়, আঠারবাড়ী ডিগ্রি কলেজসহ ১০টি স্কুল-মাদরাসার হাজার হাজার শিক্ষার্থী আসা-যাওয়া করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো ইউনিয়নের অনেক ব্যক্তিগত রাস্তা পাকা হলেও অজানা কারণে জনবহুল এই ১ হাজার ১০০ মিটারের রাস্তাটি পাকা হয়নি।
স্থানীয় ইজিবাইকচালক মো. আলী ইসলাম ভা-ারী (৬৪) বলেন, গেল বর্ষা মৌসুমে এই রাস্তায় ইজিবাইক উল্টে আমার বাম হাত ভেঙে গেছে। গাড়ি চালাতে না পেরে এখন আমি বেকার হয়ে বসে আছি। পরিবার নিয়ে বেকায়দায় পড়েছি। এই কাঁচা রাস্তা আমার রুটিরুজির পথ বন্ধ করে দিয়েছে।
কবিরপুর গ্রামের বাসিন্দা আরিফ হাসান (২৮) ও দীন ইসলাম (৫১) বলেন, একজন মানুষ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়ার উপায় থাকে না। এমন বেহাল রাস্তা উপজেলার আর কোথাও নেই। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজেও যেতে পারে না। আমরা অবিলম্বে রাস্তাটি পাকা চাই।
কবিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক সাজু (৭৯) বলেন, রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের দুয়ারে দুয়ারে অনেক ঘুরেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসী বাধ্য হয়ে এমন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এতে অংশগ্রহণ করেছি। একটাই দাবি- অতি দ্রুত রাস্তাটির কাজ শুরু করতে হবে।
রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধের নেতৃত্বে থাকা আল ইমরান তুষার বলেন, আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক আমাদের আশ্বস্ত করেছেন- ইউএনও, ওসি এবং এসি ল্যান্ড তাকে পাঠিয়েছেন। রাস্তাটি পাকাকরণে তারা পদক্ষেপ নেবেন। প্রশাসনের আশ্বাসে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় আমরা আপাতত কর্মসূচি স্থগিত করেছি। তাকে জানিয়েছি, আগামী ১৫ দিনের মধ্যে কাঁচা রাস্তা পাকাকরণে কোন পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোজাম্মেল হোসেন বলেন, ওই এলাকার রাস্তাটির আইডি নম্বর আছে কি না আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো, যদি আইডি নম্বর থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও সানজিদা রহমান বলেন, প্রশাসনকে অবগত না করে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ ছাড়া তারা সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করেছে যা সম্পূর্ণ আইন পরিপন্থী কাজ। এলাকাবাসী তাদের সমস্যাটি সমাধানে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

