ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সদস্যভুক্ত ৭ ব্যাংকে বড় নিয়োগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:৪০ এএম
বাংলাদেশ ব্যাংক লোগো

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন সাতটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ৮৫২ জন নিয়োগ দেওয়া হবে। 

কোন ব্যাংকে কতজন জনবল নিয়োগ: নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসিতে ৮৪টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৩০০টি, রূপালী ব্যাংক পিএলসিতে ২০০টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৬২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৪১টি, বেসিক ব্যাংকে ৪৮টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৭টি পদে জনবল নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ : আগ্রহী আবেদনকারীরা আগামীকাল সোমবার (৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রার্থীর ধরন : পদগুলোতে নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। 

কর্মস্থল : নির্বাচিতদের কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে।

বয়স : আবেদনকারীর বয়স ২০২৫ সালের ১ জুলাই ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ ব্যাংক আবেদন করতে পারবেন।

আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেলের ছবি ও ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন ফি : আবেদন ফি হিসেবে মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক