ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্টের চুক্তি রিভিউ হবে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:২১ এএম

আওয়ামী লীগ সরকারের আমলে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে অসংলগ্নতা ছিল জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত সরকারের সময়ে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে কতগুলো চুক্তি হয়েছিল। এতে অনেক অসংলগ্নতা ছিল, সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।
বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। এটার কাজ চলছে।
তিনি বলেন, আমাদের এলএনজির অপর্যাপ্ততা আছে, আমরা এলএনজি আনছি। এলএনজি আমদানির বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, আরেকটি জিনিস আছে, এটা গুরুত্বপূর্ণ। গত সরকারের সময় ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে কতগুলো চুক্তি হয়েছিল। এতে অনেক অসংলগ্নতা ছিল, সেগুলো রিভিউ করার জন্য সিদ্ধন্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখানে অনেকগুলো বিদেশি কোম্পানি আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। আলাপ-আলোচনা করে আমরা এটা করব। এর জন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি ব্যাপার আছে। একতরফা তো এটা করা যাবে না।