ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০১:০০ এএম

‎ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

‎রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক গত বছরের ২২ আগস্ট সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেয় ইসলামী ব্যাংকে।

‎সম্প্রতি ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ‎একই সঙ্গে তার স্ত্রী মরজিনা বেগম ও মুনমুন মাসুদ, ছেলে জুনুন সাফোয়ান, জুনায়েদ জুলকার নায়েন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নওমির ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।