সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ফিলপস লিমিটেড ঢাকায় আয়োজন করল ব্যাংকার্স মিট-২০২৫। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নেতারা এবং জ্যেষ্ঠ নির্বাহীদের একত্রিত করে এই অনুষ্ঠানে ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং নিয়ে আলোচনা, সহযোগিতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় হয়। সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংকিং খাতের পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় উদ্ভাবন ও কৌশলগত অংশীদারিত্বের দিকগুলো তুলে ধরা হয়। ফিলপস প্রদর্শন করে তাদের সর্বশেষ প্রযুক্তি সমাধান, যার মধ্যে ছিল ডিজিটাল ঋণ প্রদানের প্ল্যাটফর্ম ও ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং সলিউশন, যা গ্রাহককেন্দ্রিক পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করে।
ফিলপসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার তুষার হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গভীর ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করা এবং তাদের কৌশলগত লক্ষ্যের সঙ্গে আমাদের সমাধানকে সামঞ্জস্যপূর্ণ করা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিশ্ববিখ্যাত ফিউচারিস্ট, আন্তর্জাতিক বেস্ট সেলিং লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্রেট কিংয়ের কি-নোট বক্তব্য। তিনি দেখান, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি বৈশ্বিক আর্থিক খাতকে বদলে দিচ্ছে এবং ঐতিহ্যবাহী ব্যাংক ও ডিজিটাল-প্রথম ফিনটেকের মধ্যে ব্যবধান বাড়িয়ে তুলছে।
কিং বলেন, বাংলাদেশ এখনই লিগ্যাসি সিস্টেম ছেড়ে ‘ভবিষ্যতের ব্যাংক’ মডেলে যেতে পারে। তিনি টেকসই উন্নয়ন ও জলবায়ুবিষয়ক ভূমিকার গুরুত্বও তুলে ধরেন এবং ইধহশ ৫.০ ধারণা উপস্থাপন করেন, যেখানে ডিজিটাল অবকাঠামো, রিয়েল-টাইম গ্রাহক সংযোগ এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন প্রতিযোগিতার মূল চালিকাশক্তি হবে। অনুষ্ঠানে ফিলপস সিটি ব্যাংক ও এবি ব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্বের ঘোষণা দেয়। সিটি ব্যাংকের জন্য এই সহযোগিতায় তাদের ফ্ল্যাগশিপ সিটি টাচ ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে পুনর্গঠন করা হবে, যাতে আরও স্মার্ট ও নিরবচ্ছিন্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হয়। অন্যদিকে এবি ব্যাংকের অংশীদারিত্বের মাধ্যমে চালু হবে ডিজিটাল ন্যানো লোন সুবিধা। কি-নোট শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (অইই) চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ‘আমরা ফিলপসের প্রতি কৃতজ্ঞ, তারা এমন এক সময়ে ব্রেট কিংকে বাংলাদেশে নিয়ে এসেছে, যখন আমাদের খাত বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে। ব্যাংকার্স মিট ২০২৫-এর আলোচনা প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও আর্থিক অন্তর্ভুক্তির জরুরি প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ফিলপসের সিইও বিশ্বাস ধাকাল বলেন, ফিলপস উদীয়মান বাজারে বছরের পর বছর সফলতার মাধ্যমে অর্জিত প্রযুক্তি ও পরিচালন দক্ষতার সমন্বয়ে বাংলাদেশে এসেছে। আমরা দীর্ঘ মেয়াদে এখানে থাকতে চাই এবং ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পের অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে ডিজিটাল রূপান্তর ও গ্রাহক-প্রথম উদ্ভাবন ত্বরান্বিত করব। ফিলপস হলো সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক ফিনটেক এনাবলার, যারা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী ও সিস্টেম অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বে কাস্টমাইজড ডিজিটাল সমাধান তৈরি ও বাস্তবায়ন করে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ডিজিটাল আর্থিক রূপান্তরে প্রমাণিত প্রযুক্তি সক্ষমতা নিয়ে বর্তমানে তারা জিসিসি ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সম্প্রসারণ করছে। সমাধান স্থপতি ও রূপান্তর পরামর্শক হিসেবে ফিলপস কৌশল নির্ধারণ থেকে শুরু করে কার্যকর বাস্তবায়ন পর্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকে, যাতে জনপরিসরে প্রভাব নিশ্চিত হয়।
বরিশালে অগ্রণী ব্যাংকের ব্যাবসায়িক সম্মেলন
অগ্রণী ব্যাংক পিএলসির বরিশাল সার্কেলের ২০২৫ সালের ব্যাবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সার্কেলাধীন সব অঞ্চলপ্রধান, করপোরেট শাখার প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যাবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বরিশালের বিডিএস ক্লাবে অনুষ্ঠিত এই ব্যাবসায়িক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। সম্মেলনে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন, মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দীন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শরিয়াহ-ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম, সম্মানিত পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন ও ডিরেক্টর’স রিপোর্ট উপস্থাপনসহ উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকা- ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বিকাশের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চুক্তি স্বাক্ষর
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে সম্প্রতি ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গত ১৪ আগস্ট আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক তার অনলাইন ব্যাংকিং সুবিধা ও কার্ড সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিকাশ লিমিটেডের দেশজুড়ে এজেন্ট, ডিলার ও ডিস্ট্রিবিউটরদের মার্কেন্টাইল ব্যাংকে একাউন্ট খোলা সাপেক্ষে ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে।
গ্রাহকের ক্যাশলেস সেবা আরও সমৃদ্ধ করতে চুক্তি করল ট্রাস্ট ব্যাংক-বিকাশ
গ্রাহকের ডিজিটাল লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়াতে যৌথভাবে ট্রাস্ট ব্যাংক ও বিকাশ আরও নতুন সেবা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরের উপস্থিতিতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট্র ব্যাংকের জেনারেল সার্ভিস অ্যান্ড সিকিউরিটি ডিভিশন হেড ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ (অব.) এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
বেজ, ইউএনইপি ও ইউএন উইমেনের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের নারী উদ্যোক্তাদের জলবায়ু অর্থায়ন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), ইউএন উইমেন ও বেসের সঙ্গে চুক্তি করেছে। ‘এমপাওয়ার: উইমেন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট সোসাইটিস’ কর্মসূচির আওতায় এই অর্থায়ন সুবিধা দেওয়া হবে। ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আমরা এই উদ্যোগের মাধ্যমে তাদের জন্য এমন সব ফাইন্যান্সিয়াল সল্যুশন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের প্রয়োজন পূরণে সহায়তা করবে এবং বর্তমানের ব্যাবসায়িক প্রয়োজন পূরণের মাধ্যমে ভবিষ্যৎকে করবে সুরক্ষিত ও টেকসই।’
ন্যাশনাল লাইফের ইসলামি তাকাফুল বিমার শরিয়াহ্ কাউন্সিলের ৫১তম সভা
দেশের শীর্ষতম জীবনবিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ইসলামি তাকাফুল বিমার ৫১তম শরিয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কোম্পানির বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়। শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালক ও শরিয়াহ বোর্ড সদস্য এ এমএম মাঈন উদ্দিন মোনেম, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অংশ নেন। সভা শেষে শরিয়াহ বোর্ড সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম শমশের আলীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যাবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যাবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রূপালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যাবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ও আর নিজাম রোডের বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই ব্যাবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত
কুমিল্লা ও নোয়াখালী জেলার কর্মকর্তাদের নিয়ে ‘ম্যানেজার্স মিট’ শীর্ষক বিশেষ ব্যাবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। কুমিল্লা সদরের হালিমনগরের স্থানীয় একটি মিলনায়তনে গত বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় সভাটির। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়রাম্যান মো. মেহমুদ হোসেন।