জয়পুরহাটের আক্কেলপুরে হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। গতকাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলার আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে গীতা পাঠ, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে সমাপ্ত হয়। অপরদিকে, গোপীনাথ ঠাকুর জীউ মন্দির থেকে বের হওয়া মাঙ্গলিক শোভাযাত্রা গোপীনাথপুর বাজার প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আক্কেলপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতা, পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা এবং স্থানীয় শিক্ষক ও সমাজসেবীরা। এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা, ভোগরাগ, কীর্তন, অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ ও প্রার্থনার মাধ্যমে দিনটি পালন করা হয়।