ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি, চলবে কতক্ষণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৯:২২ এএম
ঢাকায় মুষলধারে বৃষ্টি। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। 

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় আগামী সোমবার (১৮ আগস্ট) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে। এর আগে ১৩ আগস্ট সাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবেও বৃষ্টিপাত হয়েছিল।

ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।