ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১০:৪৩ এএম
দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান হয়। ছবি- রূপালী বাংলাদেশ

হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট, ৩০ শ্রাবণ) সকাল ৯টা ১৫ মিনিটে দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস। এরপর বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, থানার ওসি ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, পৌরসভার সাবেক বিএনপি সভাপতি আব্দুল হামিদ, সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মহলদার মানিক, শোভা এনজিওর পরিচালক আনারুল আজাদ লিটন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাবু রথীন্দ্রনাথ বসাক কালা, এবং মহাশ্মশান কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যপর্ব শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়, যা পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা, ধর্মপ্রাণ হিন্দু নরনারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

হিন্দু পুরাণ মতে, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকি ও বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন। জন্মের সময় চারদিকে অরাজকতা, নিপীড়ন ও অত্যাচার ছিল চরমে। তখন মানবজাতির কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আবির্ভূত হন। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তির বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যুগে যুগে ভগবান মানুষের মাঝে অবতীর্ণ হন। জন্মের পরপরই তাকে মথুরা থেকে যমুনা নদী পার করে গোকুলে পালক মা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন তাঁর পিতা বসুদেব।

শাস্ত্রমতে, বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু ও বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দুপচাঁচিয়া উপজেলা শাখার নেতারা।