আজ কোজাগরী লক্ষ্মীপূজা
অক্টোবর ৬, ২০২৫, ০৮:১৫ এএম
হিন্দু সম্প্রদায়ের ধনসম্পদের দেবী ‘লক্ষ্মীপূজা’ সোমবার (৬ অক্টোবর) । শাস্ত্রমতে, ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী। তিনি বিষ্ণুর পত্নী, বিষ্ণুর শক্তিরও উৎস।
লক্ষ্মীর বাহন প্যাঁচা। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন। কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে আসেন।...