আজ জন্মাষ্টমী, হিন্দুধর্মাবলম্বীদের মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা। হাজার বছর ধরে এই ভূখণ্ডের মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সঙ্গে একসাথে বসবাস করছে। এবি পার্টি এই সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল প্রতীক। আমরা বিশ্বাস করি, সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘দায়িত্বশীল, মানবিক ও সম্প্রীতিমূলক রাজনীতি ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক—ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে থাকবে ভালোবাসা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধন।’
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করে অত্যাচার দমন ও ধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীকে পাপমুক্ত করেছিলেন।
জন্মাষ্টমীর এই পবিত্র দিনে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি এবি পার্টির পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন