ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফারুকীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১১:৩১ এএম
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি- সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. জাফর বলেন, রাত সাড়ে ১২টার দিকে ফারুকীকে হাসপাতালে আনা হয় এবং জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তাকে স্যালাইন দেওয়া হয়েছে। কিছু প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে। তবে পেটে গ্যাস থাকায় প্রকৃত সমস্যার সঠিক ধারণা পাওয়া কিছুটা কঠিন হলেও তিনি আপাতত ভালো আছেন।

তিনি বলেন, “চিকিৎসক হিসেবে বলতে পারি তার রেস্ট দরকার। ইসিজি করা হয়েছে, হার্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপাতত তিনি শঙ্কামুক্ত।”

তিনি আরও জানান, কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে ফারুকী অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থতার খবর প্রথম জানান তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, কক্সবাজারে মন্ত্রণালয়ের এক ওয়ার্কশপে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত। তিশা সবার কাছে স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।