ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রোববার সকালের মধ্যে প্লাবিত হতে পারে ৮ জেলার নিম্নাঞ্চল

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১১:৪৪ পিএম
পুরনো ছবি

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা রোববার সকাল ৯টার মধ্যে সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

সেন্টারের পূর্বাভাসে বলা হয়, বর্তমানে আত্রাই নদীর পানি আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে (নওগাঁ) বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাব আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে।

রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে নওগাঁ জেলা সংলগ্ন আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে অবস্থান করতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরবর্তী ২ দিনে নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গঙ্গা নদীর পানি কমলেও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। ফলে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরবর্তী ৪ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

ব্রহ্মপুত্র নদ গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন ব্রহ্মপুত্র নদ স্থিতিশীল থাকতে পারে, পরবর্তী ২ দিনে হ্রাস পেতে পারে। যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং পরবর্তী ৪ দিন স্থিতিশীল থাকতে পারে।

সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন তিস্তা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে, ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেতে পারে। তবে তৃতীয় দিনে এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।