মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৬ আগস্ট) সকালে প্রকাশিত এক পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৯ জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, একটি লঘুচাপ বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।