ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সব সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:০৫ পিএম
সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশের সব সমুদ্র বন্দর সমূহকে সতর্ক সংকেত নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৫ আগস্ট) সামুদ্রিক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে যথাযথ সতর্কতা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু অংশেও অস্থায়ী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। নদী বন্দরসমূহের জন্যও শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত কোনো সতর্কবাণী নেই।