যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জš§তিথি ‘শুভ জš§াষ্টমী’ উৎসব উদযাপিত হয়েছে। গীতাযজ্ঞ, নামসংকীর্তন, কৃষ্ণ পূজাসহ নানা আয়োজনে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনার মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এবং আনন্দঘন পরিবেশে হিন্দু সম্প্রদায় এ উৎসব উদযাপন করেছে।
শুভ জš§াষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি রাজধানীতে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় ৫ হাজার ২০০ বছর আগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।
তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন অনুসারীরা। জন্মাষ্টমী উপলক্ষে গতকাল সকাল থেকে জাতীয় মন্দির ঢাকেশ্বরী প্রাঙ্গণে শুরু হয় গীতাযজ্ঞ। রাতে অনুষ্ঠিত হয় কৃষ্ণপূজা। সীতাকু- শংকর মঠ ও মিশন থেকে আসা সন্ন্যাসীরা কৃষ্ণপূজা ও গীতাযজ্ঞ পরিচালনা করেন। ঢাকার রামকৃষ্ণ মঠে এদিন সকালে গীতাপাঠের আয়োজন করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ভজন, দুপুরে মধ্যাহ্নে প্রসাদ বিতরণ, রাতে শ্রীকৃষ্ণ পূজা। উৎসবের দ্বিতীয় দিন আগামী মঙ্গলবার বেলা ৩টায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।