প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। এ সময় মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, অডিট কমিটি; মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি; প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক; এম নুরুল আলম, ঋঈঝ, ঈঈঊচ-১, ঈএওঅ, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন এবং কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস প্রমুখ উপস্থিত ছিলেন।