ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ভাইয়া হাউজিংয়ের সঙ্গে ডেন্টাল ভিউ অর্থডন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টের সাইনিং সিরিমনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০২:৩২ এএম

গতকাল বুধবার রাজধানীর বনানীর নাবিল হাউসে ডেন্টাল ভিউ অর্থডন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টের সঙ্গে ভাইয়া হাউজিংয়ের (গঙট) সাইনিং সিরিমনি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইয়া গ্রুপের জেনারেল ম্যানেজার মাহফুজুল ইসলাম চৌধুরী, মানবসম্পদ প্রশাসন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ রাসেল মাহমুদ সয়ন ও আল মামুন। ডেন্টাল ভিউয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার ড. মো. ইমরান হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালাম।