কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সতর্ক করে বলেন, আগামী ৩০ ও ৩১ মে তিস্তা নদীতে উজানের ঢলের আশঙ্কা রয়েছে।
রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোস্তফা কামাল পলাশ বলেন, ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ভারতের আসাম রাজ্যে ৫০০ থেকে ৮০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে খুলে দেওয়া হতে পারে ভারতের গজলডোবা বাঁধের সব গেট। এতে হঠাৎ করে প্রচণ্ড ঢল নেমে আসতে পারে বাংলাদেশের তিস্তা নদীতে।
তিনি পানি সম্পদ মন্ত্রণালয় এবং গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে পোস্টে বলেন, যেসব পানি তিস্তা ব্যারাজের উজানে আটকে রাখা হয়েছে, সেগুলো যেন ২৯ মের মধ্যে ছেড়ে দিয়ে সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়। এতে আকস্মিক ঢলের ধাক্কা সামলানো সহজ হবে।
তিনি আরও লেখেন, ভারতের গজলডোবা বাঁধের গেট খোলার সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। এখনই ব্যবস্থা না নিলে তিস্তার নিচু চরাঞ্চল প্লাবিত হতে পারে। তাই তিনি ২৯ মের আগেই দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের উজানে পানির প্রবাহ নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে সতর্কতা পেয়েছি এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
আপনার মতামত লিখুন :