সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:০৮ পিএম

সোহাগ হত্যায় সরাসরি জড়িত আলমগীর ও লম্বা মনির

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:০৮ পিএম

সোহাগ হত্যায় সরাসরি জড়িত  আলমগীর ও লম্বা মনির

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যায় সরাসরি জড়িত ছিলেন আলমগীর ও লম্বা মনির। তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ছাড়া এই হত্যাকা-ে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সজীব ব্যাপারী ও রাজিব ব্যাপারী। 
এদিকে মামলার বাদী অভিযোগ করেছেন, মামলা দায়েরের সময় তার দেওয়া আসামিদের তালিকা থেকে তার অজান্তেই কাইয়ুম মোল্লা, রাকেশ ও রহিমকে বাদ দেওয়া হয়েছে। তবে সোহাগ হত্যা মামলার সুষ্ঠু তদন্তে পুলিশের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে ডিএমপি। এ ছাড়া নৃশংস এই হত্যাকা-ের ঘটনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলার আরও দুই আসামিকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তানভীর। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন আলমগীর (৩২) ও মনির ওরফে লম্বা মনির (৩৫)। গতকাল বিকালে তাদের আদালতে হাজির করে কোতোয়ালি থানার পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আলমগীর ও মনির দুজনই ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে হত্যাকা-ে অংশ নিয়েছিলেন বলে তদন্তে জানা গেছে। তাদের নাম-ঠিকানা যাচাই করা, কী কারণে হত্যাকা- সংঘটিত হয়েছে, ধারাবাহিক ঘটনা উদঘাটন, কারা কারা ঘটনায় জড়িত, তাদের পরিচয় জানা, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার জন্য প্রত্যেককে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরও দুই আসামি গ্রেপ্তার: সোহাগ হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সজীব ব্যাপারী (২৭) ও রাজিব ব্যাপারী (২৫)। গতকাল ভোররাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম। এ নিয়ে চাঞ্চল্যকর এ মামলায় গতকাল রাত ৮টা পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।  
এজাহার থেকে ৩ জনের নাম বাদ দেওয়ার অভিযোগ: এদিকে মামলা দায়েরের সময় বাদীর দেওয়া আসামিদের তালিকা থেকে বাদীর অজান্তে তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাদী মঞ্জুয়ারা বেগমের অভিযোগ, মামলা দায়েরের সময় তার দেওয়া আসামিদের তালিকা থেকে তার অজান্তে তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে। 
মঞ্জুয়ারা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি আসামিদের তালিকা দিয়েছিলাম। কিন্তু তারা তালিকা থেকে তিনজনের নাম বাদ দেয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারিনি। এজাহারে ২২ জনের নাম দিয়েছিলাম। পরে সেটা ১৯ জন করা হয়। তিনি বলেন, তালিকা থেকে বাদ দেওয়া আসামিরা হলেনÑ কাইয়ুম মোল্লা (৪৫), রাকেশ (৩৫) ও রহিম (৩৬)। তবে আজ (গতকাল রোববার) সকালে পুলিশের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ তালিকা থেকে বাদ পড়া তিনজনের নাম এজাহারে যুক্ত করবে বলে জানিয়েছে।’ 

পুলিশের ওপর আস্থা রাখার অনুরোধ ডিএমপির
সোহাগ হত্যার ঘটনায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তে পুলিশের ওপর আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে। গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশি তৎপরতা সম্পর্কে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুল ব্যাখ্যা সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। 
এতে বলা হয়েছে, ন্যক্কারজনক ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকেই পুলিশ মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেয় এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মোতাবেক ঘটনার সঙ্গে জড়িত তারেক রহমান রবিনকেও গ্রেপ্তার করে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যায়, যা পুলিশি তদন্তের জন্য সহায়ক ভূমিকা পালন করছে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর পরও উক্ত ঘটনায় পুলিশি তৎপরতা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানা ধরনের অপতথ্য ছড়াচ্ছে, যা মোটেই কাম্য নয়। এমতাবস্থায় উক্ত ঘটনা সম্পর্কে কোনোরূপ অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য এবং মামলার সুষ্ঠু তদন্তে পুলিশের ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করা হলো। ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং প্রকৃত অপরাধীরা যে দল বা মতের লোকই হোক, তাদের আইনের আওতায় নিয়ে আসতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
নৃশংস এই হত্যাকা-ের ঘটনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকা-ের ঘটনাসহ দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকা- ঘটেছে, সেই সব হত্যাকা-ে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!