ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইনকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল ইংলিশ ক্লাব চেলসি।
চেলসির হয়ে ম্যাচের নায়ক ছিলেন তরুণ ইংলিশ মিডফিল্ডার কোল পামার, যিনি করেন দুই গোল ও একটি অ্যাসিস্ট।
এদিন প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ২২তম ও ৩০তম মিনিটে কোল পামারের জোড়া গোল এবং ৪৩তম মিনিটে জোয়াও পেদ্রোর নিখুঁত ফিনিশে ব্যবধান ৩-০ করে ফেলেন ইংলিশ ক্লাবটি।
খেলার আট মিনিটে একবার গোল মিস করলেও পিছিয়ে পড়েননি পামার। ২২ মিনিটে মালো গুস্তোর ব্যাক-পাস থেকে বাঁ পায়ের নিচু শটে ম্যাচের প্রথম গোলটি করেন তিনি।
এরপর লেভি কোলউইলের লম্বা র্শট থেকে ৩০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন তিনি।
খেলার ৪৩ মিনিটে তিনি আবারও আলো ছড়ান—দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে নিখুঁত পাস বাড়ান জোয়াও পেদ্রোর উদ্দেশ্যে, যিনি ঠান্ডা মাথায় বল চিপ করে দোন্নারুম্মার কাঁধের ওপর দিয়ে জালে জড়ান।
এদিন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স উপহার দেন। তিনি ছয়টি শট সেভ করেন, যার মধ্যে ওসমান ডেম্বেলের কাছাকাছি থেকে নেয়া একটি ভয়ানক শট এবং জোআও নেভেসের স্টপেজ টাইমে হেডও ঠেকিয়ে দেন।
খেলার শুরুর ১৬ মিনিটে ম্যাচ গোলশূন্য থাকাকালীন মার্ক কুকুরেল্লা একটি নিশ্চিত গোলের সম্ভাবনা রুখে দেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
চূড়ান্ত হতাশায় নিমজ্জিত পিএসজি খেলার ৮৫তম মিনিটে আরও বড় ধাক্কা খায়। চেলসির ডিফেন্ডার কুকুরেল্লার চুল ধরে টানেন জোআও নেভেস। ভিডিও রিভিউর পর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।
ম্যাচ শেষের বাঁশি বাজার পরও থামেনি উত্তেজনা। দোন্নারুম্মা ও লুইস এনরিকে চেলসির খেলোয়াড়দের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এনরিকে এক পর্যায়ে পেদ্রোর গায়ে হাত তুলেছেন বলেও ভিডিও ফুটেজে দেখা গেছে।
৮ দলের টুর্নামেন্টে ২০২১ সালে ক্লাব বিশ্বকাপ জেতা চেলসি এবার ৩২ দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় শিরোপা ঘরে তুলল।
ফাইনালে পৌঁছাতে তারা হারায় বেনফিকা, পালমেইরাস এবং ফ্লুমিনেন্সকে। এই জয়ে চেলসি নতুন কোচ এনজো মারোস্কার অধীনে দ্বিতীয় স্বর্ণযুগের ইঙ্গিত দিলো।
আপনার মতামত লিখুন :