ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গা থেকে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের ভাই আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।
আশরাফুজ্জামান হিসাম মাগুরা জেলার পৌর এলাকার জামরুলতলার ঢাকা রোডের মৃত আসাদুজ্জামানের ছেলে। তিনি মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, আশরাফুজ্জামান হিসামের নামে অন্তত পাঁচটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় তার সঙ্গে একটি তালাবদ্ধ ব্যাগ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগে পাসপোর্টসহ পালানোর প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।
ওসি খালেদুর রহমান আরও জানান, আটকের পর চুয়াডাঙ্গা থানা পুলিশ মাগুরা সদর থানাকে অবহিত করেছে। মাগুরা থেকে পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। তারা পৌঁছার পর ব্যাগটি খুলে দেখা হবে।