ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি, স্নাতক ছাড়া সভাপতি পদ নয়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:৩৭ এএম
স্নাতক

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শুধু তাই নয়, একই ব্যক্তি টানা দুইবারের বেশি বেসরকারি স্কুল ও কলেজ কমিটির সভাপতি হতে পারবে নাÑ এমন বিধানও রাখা হয়েছে। এ ছাড়া কোনো ব্যক্তি একটির অধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং যেকোনো ধরনের মোট তিনটির অধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না।

একই সঙ্গে সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালাও। গতকাল সোমবার এ গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গেজেটে প্রবিধান ৬-এর পরিবর্তে নি¤œরূপ প্রবিধান ৬ প্রতিস্থাপিত হবে উল্লেখ করে বলা হয়, ‘কোনো ব্যক্তিকে গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হতে হলে তার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

একই সঙ্গে কোনো ব্যক্তি একই শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পর পর দুইবারের অধিক সভাপতি মনোনীত হতে পারবেন না; তবে এক মেয়াদ বিরতির পর এই প্রবিধানমালার বিধান মোতাবেক পুনরায় মনোনীত হতে পারবেন। এ ছাড়া কোনো ব্যক্তি যেকোনো ধরনের মোট ৩টির অধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না।

উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষকের মধ্য থেকে সব শিক্ষকের ভোটে নির্বাচিত দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নিতে হবে। তবে শর্ত থাকে যে উচ্চমাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক স্তর সংযুক্ত থাকলে, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্য থেকে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্য থেকে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন। এ ছাড়া উচ্চ মাধ্যমিক স্তরে নারী শিক্ষক থাকা সাপেক্ষে শুধু নারী শিক্ষকদের মধ্য থেকে সব শিক্ষকের ভোটে নির্বাচিত একজন সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি থাকবেন। 

উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে নির্বাচিত চারজন সাধারণ অভিভাবক প্রতিনিধি; তবে শর্ত থাকে যে, উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক স্তর সংযুক্ত থাকলে, উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর অভিভাবকদের দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং মাধ্যমিক স্তরের নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর অভিভাবকদের ভোটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন।