শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:৪০ এএম

ডাকসু নির্বাচন

বাকেরকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:৪০ এএম

এনসিপি

এনসিপি

ডাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়ালেন এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে ‘জরুরি সংবাদ সম্মেলন’ করে এ ঘোষণা দেন তিনি।

মাহিন সরকার বলেন, ‘আমি ডাকসু নির্বাচনে এবার জিএস পদে প্রার্থী হয়েছি এবং তার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে ঐক্য প্রয়োজন। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে, আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে, সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের ওপর ব্যক্ত করছি।’ ডাকসু নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সাধারণ সম্পাদকের (জিএস) মনোনয়ন ফরম নেওয়ার পর গত ১৮ অগাস্ট এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এই প্যানেল থেকে ভিপি বা সহসভাপতি পদে লড়ছেন স্বাধীন বাংলা ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দীন খালিদ। মাহিনের ভাষ্য, গণঅভ্যুত্থানের সব শক্তির ঐক্য ধরে রাখার জন্য তিনি ভোট থেকে সরে দাঁড়ালেন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব যদি নির্বাচিত হতে পারে, তাহলে তারা যে কারোর চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দায়বদ্ধ থাকবে। কেননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যারা লড়াই-সংগ্রাম করেছে, তারাই শিক্ষার্থীদের মর্ম বুঝবে। তারাই শিক্ষার্থীদের জন্য অধিকতর কাজ করবে।’ বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে মাহিন বলেন, ‘আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে, সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের ওপর ব্যক্ত করছি। আমি জিএস পদে বাকেরকে নির্বাচিত করার জন্য আমার সব শুভাকাক্সক্ষী ও সব সাধারণ শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাচ্ছি। আবু বাকের মজুমদারের বিজয়ই মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বলেন, ‘যেহেতু এখন প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। কিন্তু যারা আমাকে সমর্থন করেছেন, আমার শুভাকাক্সক্ষীÑ প্রত্যেকের উদ্দেশে আমি বলছি, আপনারা আবু বাকেরকে নির্বাচিত করুন।’ ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এই প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আর জিএস পদে লড়ছেন বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

জিএস পদে আবু বাকের মজুমদারকে সমর্থন জানালেও অন্য পদে নিজের ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলেই আস্থা রাখছেন মাহিন। তিনি বলেন, ‘আমি শুধু বাকেরকেই সমর্থন দিয়েছি। আর আমার প্যানেলের সবাই অধিকতর ভালো। তাদের দিকেও আপনারা সুদৃষ্টি রাখবেন।’ মাহিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার বলেন, ‘আমাদের অনেকে নানাভাবে পরামর্শ দিয়েছে, আমরা যেন একত্রে মুভ করি। সে জায়গায় তিনি আমাদের সহযোগিতা করেছেন। তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন, সে জন্য আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!