রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১১:৫৮ পিএম

জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড  তদন্তে বিশেষজ্ঞ দল আসবে ৪ দেশ থেকে 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১১:৫৮ পিএম

বিমানবন্দরে অগ্নিকাণ্ড  তদন্তে বিশেষজ্ঞ দল আসবে ৪ দেশ থেকে 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকা-ের কারণ ও কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্টের ফি কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করেন।

অগ্নিকা-ের পেছনের কারণ অনুসন্ধানে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকা-ের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে এর কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা ছিল না উল্লেখ করে উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করেছে এবং সময়মতো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তিনি জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব চারটি ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যে এবং ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলো ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে।

উপদেষ্টা আরও বলেন, ‘কার্গো ভিলেজে গার্মেন্টস পণ্য ও কিছু রাসায়নিকের মতো দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।’ তবে অগ্নিকা-ের পর সেদিন রাত ৯টায়ই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা পুনরায় চালু করা সম্ভব হয় বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুততর করা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এ ছাড়া প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্টের ফি কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!