ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাজধানীতে দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

মেহেদী হাসান খাজা
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কথিত এ লকডাউন কর্মসূচি নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও গতকাল রাজধানীর কোথাও দেখা যায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদের। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক প্রচার ছিল বলে মন্তব্য করতে দেখা গেছে সাধারণ মানুষকে। উল্টো অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সড়কে অবস্থান করতে দেখা গেছে। তবে সংঘাত-সহিংসতার ভয়ে সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কে যানচলাচল ও যাত্রীসংখ্যা কম ছিল। দুপুরের পর গুলিস্তানে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে  পুলিশের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে নাশকতা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও গত তিন দিন ধরে অগ্নিসন্ত্রাস ও একের পর এক ককটেল বিস্ফোরণসহ চোরাগোপ্তা হামলায় জনমনে উদ্বেগ-আতঙ্ক তৈরি করা হয়। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ঢাকার প্রধান সড়কে যানবাহন ও যাত্রীর সংখ্যা কম দেখা গেছে। তবে ঢাকাসহ সারা দেশে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার রায়ের তারিখ কিংবা আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচি ঘিরে কোনো আতঙ্ক, শঙ্কা বা হুমকি নেই। এগুলো মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক প্রচার ছিল।

গোয়েন্দা পুলিশ বলছে, দেশে ও বিদেশে বসে আওয়ামী লীগের অনেকে ফেসবুক ও ইউটিউবে নানা ধরনের প্রোপাগান্ডা করে যাচ্ছে। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে আমরা জানতে পারি, ১০ থেকে ১৩ নভেম্বর দলটি একটা শোডাউন করবে। সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির অফিসে ভাঙচুর-আগুন: এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকার রাজপথে দেখা মেলেনি আওয়ামী লীগের নেতাকর্মীদের।  তবে ফাঁকা ঢাকায় কিছুটা ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।  তবে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সড়কে সড়কে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো।

এ ছাড়া হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।  তবে দলটির প্রতি সাধারণ মানুষ চরম ক্ষিপ্ত, যার কারণে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি অফিসের দখল নেয় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে হামলার সময় পুলিশ নীরব ছিল এবং সহযোগিতার জন্য এগিয়ে আসেনি বলেও অভিযোগ উঠেছে। বিজয়নগর এলাকায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সূত্র মতে ও দলীয় নেতাদের অভিযোগ, স্থানীয় থানায় খবর দেওয়া হলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি। তবে হামলাকারীরা অফিস দখল করে নেয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন ইত্যাদি জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।  ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করে একদল তরুণ।  জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি দেয়। আগামী সোমবার সেই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ মামলার রায়ের এই দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার:

ঢাকায় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. তরিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনে রাজধানীতে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪৩ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।  এসব ঘটনায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য। মঙ্গলবারও ঢাকার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তিনি বলেন,  জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আজ (গতকাল) রায়ের তারিখ ঘোষণার জন্য নির্ধারণ করা ছিল। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বেশ কয়েক দিন ধরে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

আ.লীগের কর্মসূচি ঘিরে সড়কে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে গতকাল ভোর থেকেই সরব ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এই লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রাজধানীজুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তাদের কর্মসূচির মাধ্যমে আবারও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ এসব দলের।  তারা জানায়, যেকোনো মূল্যে তারা কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের কর্মসূচি সফল হতে দেবে না।

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ব্যক্তি চিকিৎসাধীন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটানো ঘটেছে। অন্যদিকে মিরপুরের পল্লবীর সাগুপ্তায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে টিএসসিতে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামের এক পথচারী আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে পাশের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ ককটেল এসে পড়ে। পরে দেখি বাইকের তেলের ট্যাংক ফেটে গেছে। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই রাতে টিএসসি, রাজু ভাস্কর্য ও আশপাশের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

পল্লবীতে বাসে আগুন:

অপরদিকে একই দিন  রাত ১২টা ১০ মিনিটে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, রাতের নীরব সময়ে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, বিজিবি-পুলিশের অবস্থান, সেনাবাহিনীর টহল: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করেন। এদিন সরেজমিন সকাল সাড়ে ৭টার দিকে হাইকোর্ট মাজার-সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে গিয়ে দেখা যায়, সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান ছিল সেখানে। ৮টার পর সেখানে আসে সেনাবাহিনীর টহলদল।