ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ড্রামে খণ্ডিত লাশ: হত্যার পর করা হয় ২৬ টুকরো

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১২:৫৫ এএম
আশরাফুল হক

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতের পাশে নীল রঙের দুটি ড্রামে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের খণ্ডগুলো মিলিয়ে মোট ২৬টি টুকরো পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ। 

ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষা করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি হচ্ছেন রংপুরের বদরগঞ্জের বাসিন্দা আশরাফুল হক। তার পিতার নাম আব্দুর রশিদ, মাতার নাম এছরা খাতুন বলে পুলিশ জানিয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেছেন, ড্রামের ভেতরে পাওয়া লাশের সব অংশ গোনা হয়েছে; মোট ২৬ টুকরো পাওয়া গেছে। পূর্বপরিকল্পিত ও বর্বরতামূলক হত্যা ঘটেছে বলে ধারণা করছি।

রমনা বিভাগের ডিএমপি উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। কিভাবে এবং কারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তা তদন্ত করা হচ্ছে- সিসি ফুটেজ, স্থানীয় তথ্য ও ফরেন্সিক প্রতিবেদন যাচাই করা হচ্ছে।

পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে। এই লাশ কোথা থেকে এনে কেন ওই স্থানে রাখা হয়েছে- সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ দিক বলে জানানো হয়েছে।

স্থানীয়রা বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রামে রাখা লাশ দেখে বিজ্ঞ পুলিশকে খবর দিলে পরবর্তীতে ফরেন্সিক ও অপরাধসংশ্লিষ্ট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রস্তুতি শুরু করে।