ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে তিন বছরের মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক মো. আব্দুস সালাম ব্যাপারীকে ১১ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসারের এমডি হিসেবে নিয়োগ করার জন্য সরকারের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ পাবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
মো. আব্দুস সালাম ব্যাপারী ২০১৮ সাল থেকে ওয়াসারের সিনিয়র কর্মকর্তা ছিলেন, তবে সাবেক এমডি তাকসিম খানের সময় তিনি ওএসডি পদে ছিলেন। ওয়াসারের সিনিয়রিটি তালিকায় শীর্ষে থাকা সত্ত্বেও তাকে পাশ কাটিয়ে দ্বিতীয় স্থানে থাকা জুনিয়র কর্মকর্তাকে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মেধা তালিকার তৃতীয় স্থানে থাকা কামরুন্নাহার লাইলীকেও অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে ৫ আগস্টের পর বর্তমান সরকারে পদ পরিবর্তনের ফলে মো. আব্দুস সালাম ব্যাপারীকে প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। সিনিয়রিটি, যোগ্যতা, অভিজ্ঞতা এবং পূর্বের বঞ্চনার প্রেক্ষাপটে তিনিই ঢাকা ওয়াসারের এমডি পদে নিয়োগের সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন।
এর আগে, গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসারের এমডি তাকসিম খানের পদত্যাগ ঘটে। তিনি ২০০৯ সালে প্রথমবারের মতো ঢাকা ওয়াসারের এমডি পদে নিয়োগ পান এবং বিভিন্ন সময়ে মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো তিন বছরের মেয়াদে নিয়োগ প্রাপ্ত ছিলেন। পদত্যাগের পর ওয়াসারের দায়িত্ব দুজনের মধ্যে ভাগ করা হয়েছিল।
মো. আব্দুস সালাম ব্যাপারীর নিয়োগের মাধ্যমে ওয়াসারে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে সিনিয়রিটি, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নেতৃত্ব প্রদান করা হবে।


