রাজধানী ঢাকা আজ বুধবার (১২ নভেম্বর) নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে মুখর থাকবে। দিনের শুরু থেকেই বিভিন্ন দল, সংস্থা ও সংগঠন তাদের নিজ নিজ আয়োজন পরিচালনা করবে।
বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুপুর ১২টায় গুলশান চেয়ারপারসনের অফিসে বসবেন কূটনীতিকরা। বিকেল পৌনে ৩টার দিকে রেডিসন ব্লু’তে এফএসডি আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব।
সন্ধ্যা ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১০টায় নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় অফিসে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এনসিপিবেলা সাড়ে ১১টায় বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ছাত্রশিবির
সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ছাত্রশিবির।
ফয়েজ আহমদ তৈয়্যব
বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
আন্তর্জাতিক ফিদায়ে মিল্লাত
সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মুক্তিযোদ্ধা স্মৃতি হলে জমিয়তে উলামা হিন্দ ভারতের সাবেক সভাপতি,বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, ভারতের সাবেক প্রধান পৃষ্ঠপোষক আমিরুল হিন্দ, ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়েদ আসআদ মাদানী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ‘আন্তর্জাতিক ফিদায়ে মিল্লাত কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও প্রভাবশালী আলেম হযরত মাওলানা ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী, জমিয়তে উলামা নেপালের সভাপতি মাওলানা খালেদ সিদ্দিকী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিববুল্লাহ বাবুনগরী, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

